দেশ

করোনায় আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র সহ ২ শীর্ষ আধিকারিক

নির্বাচন চলাকালীন এবার করোনা আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। তিনি ছাড়াও নির্বাচন কমিশনার রাজীব কুমারও করোনা পজিটিভ। করোনাকালে নির্বাচনী প্রচারে রাশ টানতে তাঁরাই উদ্যোগ নিয়েছিলেন। নিজেরাও এবার মারণ ভাইরাসে কাবু হলেন। গোটা দেশে তাণ্ডব চালাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। প্রতিদিন লক্ষ-লক্ষ মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। একাধিক রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। দেশের একাধিক রাজ্যের পাশাপাশি বাংলাতেও করোনার বেড়ে চলা সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচনে দেদার প্রচার চলার জেরেই সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে দাবি বিশেষজ্ঞদের একাংশের। করোনা পরিস্থিতিতে বাংলার নির্বাচনী প্রচারে লাগাম পরানোর ব্যাপারে ব্যবস্থা নেন সদ্য দিন কয়েক আগেই নিযুক্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। দিন কয়েক আগেই সুনীল অরোরার জায়গায় দায়িত্ব নিয়েছেন তিনি। এবার তিনিই করোনায় কাবু। সুশীল চন্দ্র ছাড়াও আরও এক নির্বাচন কমিশনার রাজীব কুমারও করোনা পজিটিভ। করোনার সংক্রমণ রোধে একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। তবে তা সত্ত্বেও লাগাম পরানো যাচ্ছে না সংক্রমণে।