ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল ২ জনের। দু’জনেই রাজারহাটের বাসিন্দা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং আতঙ্ক। এই দু’জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই। রবিবার রাতে বেলেঘাটা আইডি’তে মৃত্যু হয়েছে ২ মহিলার। তাঁদের ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিনড্রোমের। দু’জনেই রাজারহাটের বাসিন্দা। মৃতাদের নাম হালিমা বিবি এবং আমিনা বিবি। তাঁদের বয়স হয়েছিল যথাক্রমে ৬০ এবং ৩৯। জানা গিয়েছে, হালিমা বিবির বাড়ি রাজারহাটের চাঁদপুরে। হাসপাতাল সূত্রে খবর, গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হালিমা। গত রবিবার রাতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমিনা। জানা গিয়েছে, হালিমার জ্বর হলে প্রথমে তিনি স্থানীয় চিকিৎসককে দেখান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। এই দু’জনের প্লেটলেট অত্যধিক কমে গিয়েছিল। চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় সময় টুকুও পাওয়া যায়নি।