দেশ

১৪ বছর আগের বক্তব্য জন্য বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা, অনুমতি দিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ-র আওতায় লেখিকা অরুন্ধতি রায়ের বিরুদ্ধে মামলা রুজু করার অনুমোদন দিলেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। ২০১০ সালে নিউ দিল্লিতে একটি অনুষ্ঠানে কথিতভাবে প্ররোচনামূলক বক্তব্য রাখার জন্য অরুন্ধতি রায়ের পাশাপাশি কাশ্মীর সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ডঃ শেখ শওকত হুসেন এর বিরুদ্ধেও ইউএপিএ আইনে মামলা রুজু করার ছাড়পত্র দেওয়া হয়েছে। সুশীল পন্ডিত নামে এক সমাজকর্মী ২০১০ সালে দিল্লিতে এক অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া বলে জানা গিয়েছে। গোটা দেশে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শরিক দলগুলিকে নিয়ে গড়ে উঠেছে এনডিএ সরকার। কিন্তু এই আবহেও সন্ত্রাসদমন আইনে মামলা করার অনুমতি দেওয়া হল অরুন্ধতী রায়ের বিরুদ্ধে। এই লেখিকার বিরুদ্ধে অত্যন্ত কড়া ইউএপিএ বা সন্ত্রাসদমন আইনে মামলা করার অনুমতি দিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা। প্রকাশ্যে বিতর্কিত বক্তব্য প্রদানের অভিযোগে ভারতের বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। ১৪ বছর আগে কাশ্মীর ইস্যুতে ‘উস্কানিমূলক’ বক্তব্য রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।