কলকাতা

এবার কলকাতায় চলবে UBER শাটল বাস, ঘোষণা বাণিজ্য সম্মেলনে

কলকাতায় এবার চলবে উবর বাস! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শেষদিনে এ কথা ঘোষণা করল রাজ্য সরকার। পরিবহণ দফরতরের সঙ্গে মউ স্বাক্ষর করল দেশের প্রথমসারির অ্যাপ ক্যাপ সংস্থাটি। এদিকে শহরে এখন হলুদ ট্যাক্সি সংখ্যা কমেছে। আপ ক্যাবের রমরমা সর্বত্রই। অ্যাপ ক্যাপ উবের এবার বাস পরিষেবা চালু করছে শহরে। পোশাকি নাম, ‘উবের শাটল’। বাণিজ্য সম্মেলনের শেষদিনে এক বিবৃতিতে সরকারে তরফে জানানো হল, ‘২০২৫ সালের মধ্যে রাজ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবর কর্তৃপক্ষ। এই বিনিয়োগের ফলে পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরি হবে’। বাণিজ্য সম্মেলনের শেষদিনে এক বিবৃতিতে সরকারে তরফে জানানো হয়,   বাসের মালিকানা থাকবে সরকারে হাতেই। কিন্ত উবের প্রযু্ক্তি সহায়তায় মানুষ আরও উন্নত পরিষেবা দেওয়া যাবে। শুধু তাই নয়, কম সংখ্যক গাড়িতে যাতায়াত করতে পারবেন বেশি সংখ্যক যাত্রী। স্রেফ যানজট নয়, কলকাতায় কমবে দূষণও। ২০২৫ সালের মধ্যে রাজ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবের কর্তৃপক্ষ। এই বিনিয়োগের ফলে পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরি হবে’।