উগান্ডার পার্লামেন্ট এলজিবিটিকিউদের নিয়ে একটি নতুন আইন পাশ করল। মঙ্গলবার আইনটি পাস হয়। আইনে বলা হয়েছে কেউ নিজেকে রূপান্তরকামী বলে চিহ্নিত করলে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে। উগান্ডা সহ ৩০টিরও বেশি আফ্রিকার দেশ ইতিমধ্যে সমকামী সম্পর্ক নিষিদ্ধ করেছে। অধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচে, নতুন আইনটি সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার এবং এলজিবিটিকিউ অবৈধ ঘোষণা করা হয়েছে। নতুন এই
আইনের জন্য যারা উঠেপড়ে লেগেছিলেন তাঁরা বলেন, এলজিবিটিকিউদের আচার আচরণ রক্ষণশীল দেশেগুলির ঐতিহ্য ও ধর্মীয় ভাবাবেগে আঘাত সৃষ্টি করছে। আইনটিতে সমকামি সম্পর্কের পাশাপাশি সমকামিতার প্রচার এবং অন্যদের উৎসাহিত করার করার বিষয়গুলি নিষিদ্ধ করেছে। উগান্ডার আইনসভা পাশ হওয়া বিতর্কিত বিলে বলা হয়েছে, রূপান্তরকামী বা এলজিবিটিকিউ হওয়া অপরাধ। এ রকম কাউকে চিহ্নিত করা গেলে তাঁকে ১০ বছর জেলে যেতে হতে পারে । সঙ্গমে মৃত্যুদণ্ড আরোপ করা হবে।