কলকাতা

পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে সময় কাটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করলেন বাংলার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পন্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে। পূর্ব–নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে।  সেখানে তাঁকে পন্ডিতজি স্বাগত জানান ও তাঁকে নিয়ে পৌঁছান নিজের সঙ্গীতের স্কুল শ্রুতিনন্দনে। সেখানে শাহের সঙ্গী হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, মুকুল রায়, অর্জুন সিং, রাহুল সিনহা, সব্যসাচী দত্ত প্রমুখরা। পরে বেশ কিছুক্ষন সেখানে বসে পন্ডিতজির সঙ্গে কথা বলে বিদায় নেন শাহ।  কিন্তু এরপরই বিতর্ক ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতি ও সোশ্যাল মিডিয়াতে। কী দেখে বা বুঝে অমিত শাহকে ‘মাটির মানুষ’ বলে বসলেন পন্ডিতজি তা নিয়েই তীব্র সমালোচনা শুরু করেছে রাজ্যের অবিজেপি দলগুলি ও সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। সবার কথাই মোটামুটি একই। গুজরাতের দাঙ্গায় যার ভূমিকা বার বার আভিযোগ এসেছে, দিল্লির দাঙ্গার সময়ে যার ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠছে, বাংলায় পা রেখে যিনি হুংকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলে দিতে, সেই অমিত শাহকে কোন দিক থেকে বিচার করে ‘মাটির মানুষ’ বললেন পন্ডিত অজয় চক্রবর্তী তা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল রাজ্য রাজনীতিতে। ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের অবিজেপি দলগুলির নেতারাও তির্যক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন এই বিশিষ্ট সঙ্গীতজ্ঞের দিকে। অনেকেই মনে করছেন কেন্দ্র সরকার এই বছরই পন্ডিত মানুষটিকে পদ্মসম্মাণে ভূষিত করেছেন বলেই হয়তো প্রতিদানে গুজরাত আর দিল্লির দাঙ্গার কথা ভুলে অমিত শাহকে ‘মাটির মানুষ’ বলে সম্বোধিত করেছেন পন্ডিত অজয় চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতে এমন প্রশ্নও অনেক্রে ছুঁড়ে দিচ্ছেন যে ‘মাটির মানুষ’ শোনার জন্যই কী আগে থেকেই আটঘাঁট বেঁধে পদ্মসম্মাণ দেওয়ার ব্যবস্থা করেছিল বিজেপি!” যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাড়ি থেকে চলে যাওয়ার পর পন্ডিত অজয় চক্রবর্তীর বলেন, আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতির লোক নই বিজেপিতে যাওয়ার প্রশ্নই ওঠে না কারন আমার পার্টির নাম মিউজিক পার্টি”!