দেশ

কার্গিল বিজয় দিবসে ভারতীয় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনার বীরত্বকে স্যালিউট জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, কার্গিল বিজয় দিবস ভারতের গর্ব, বীরত্ব, নেতৃত্বের প্রতীক । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। অমিত শাহ টুইটারে লেখেন, “কার্গিল বিজয় দিবস ভারতের গর্ব, বীরত্ব এবং নেতৃত্বের প্রতীক । যে জওয়ানরা কার্গিল পাহাড়ে সাহসের সঙ্গে যুদ্ধ করেছেন এবং শত্রুপক্ষকে সেখান থেকে সরিয়েছেন তাঁদের আমি শ্রদ্ধা জানাই । সেখানে আবার ভারতের পতাকা উড়িয়েছিলেন তাঁরা । সেই নায়কদের জন্য দেশ গর্বিত । তাঁরা মাতৃভূমির সুরক্ষার জন্য নিজেদের উৎসর্গ করেছেন । “