দেশ

আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল কেন্দ্রীয় গাইডলাইন, রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিকে মাথায় রেখে ৩১ আগস্ট পর্যন্ত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কঠোরভাবে কোভিড গাইডলাইনস কার্যকরী করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। বুধবার সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বিশেষকরে যে জেলাগুলোতে পজিটিভিটি রেট বেশ উদ্বেগজনক, সেই জেলাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্যগুলিকে। বুধবার কেন্দ্রের তরফ থেকে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যগুলিকে চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করেছেন, সামনেই উৎসবের মরশুম। এই উৎসবের মরশুমে যেন কোনও রাজ্য সরকারই বিধিনিষেধ পালনে ঢিলেঢালা মনোভাব না দেখায়। চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, কোভিড কেস কমে গেলেও বিধিনিষেধ পালনে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। সংক্রমণের সংখ্যা কমে যাওয়ায় অনেক রাজ্যই বিধিনিষেধ তুলে দিচ্ছে। কিন্তু সংখ্যা কমে যাওয়ায় আত্মতুষ্টি হলে চলবে না। মনে রাখতে হবে সার্বিকভাবে সংক্রমণের সংখ্যা এখনও অনেক বেশি। তাই বিধিনিষেধে ছাড় দেওয়ার কোনও প্রশ্নই নেই। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত বলেও উল্লেখ করা হয় চিঠিতে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আর-ফ্যাক্টর (এক জনের থেকে কত জনের শরীরে সংক্রমণ ছড়াচ্ছে, তা বোঝা যায় আর-ফ্যাক্টর থেকে) এখন অনেক জায়গাতেই একের নীচে রয়েছে। তা যাতে কোনও ভাবেই না বাড়ে, সে দিকে বিশেষ লক্ষ্য রাখা জরুরি। প্রয়োজনে, কড়া পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। সামনেই পুজোর মরসুম। সেই বিষয়টি মাথায় রেখে যাতে পূর্বনির্ধারিত ‘পরীক্ষা-চিহ্নিতকরণ-চিকিত্‍সা-টিকাকরণ-কোভিডবিধি‘- এই পাঁচ-স্তরীয় নীতি মেনে চলা হয়, তারও পরামর্শ দেওয়া হয়েছে।