দেশ

‘সুপ্রিমকোর্টের বিরুদ্ধে সঠিক সময়ে ব্যবস্থা নেব’, হুমকি দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু

সুপ্রিম কোর্টের সঙ্গে বেনজির সংঘাতে জড়িয়ে গেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। জানিয়েছেন, বিচারকদের নিয়োগে আপত্তি জানিয়ে পাঠানো গোপন রিপোর্ট, সর্বোচ্চ আদালত তা প্রকাশ করে গর্হিত কাজ করেছে। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তিনি  ঠিক সময়ে ঠিক পদক্ষেপ করবেন।   প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে নিয়ে গঠিত কলেজিয়াম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি তালিকা আপলোড করে। সেই তালিকায় তিনজের নাম ছিল। কলেজিয়াম তাদের পদোন্নতির সিদ্ধান্ত নেয়। তাতে কেন্দ্র রীতিমতো গোঁসা।  সরকারের তরফ থেকে এই নিয়োগে তীব্র আপত্তি তোলা হয়। এই তিনের ব্যাপারে আইবি, র – কি রিপোর্ট দিয়েছে,  সেটা সুপ্রিম কোর্টকে পাঠিয়ে দেওয়া হয়। কোন তিন বিচারপতির পদোন্নাতির সিদ্ধান্ত নিয়েছিল কলেজিয়াম, আর তাদের সম্পর্কে  সরকারের গোয়েন্দা রিপোর্ট কী,  সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।  সুপ্রিম কোর্টের এই বেয়াড়াপনায় রীতিমতো চটেছে সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু জানিয়েছেন, সুপ্রিম কোর্টকে সরকারের তরফ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে, সেটা অত্যন্ত গোপন। সেই রিপোর্টে প্রকাশ করে সর্বোচ্চ আদালত অত্যন্ত গর্হিত কাজ করেছে। সঠিক সময়ে  পদক্ষেপ করা হবে। আইনমন্ত্রী রিজিজুর এই বক্তব্যে অসন্তুষ্ট আইনজীবীমহলের একাংশ। তারা বলছেন,   ভারতের সর্বোচ্চ আদালতকে নিজের ক্ষমতা দেখাতে চাইছেন আইনমন্ত্রী। তিনি অপমান করেছেন।