দেশ

আইন মেনে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দিয়েছে গুজরাত সরকার, সাফাই কেন্দ্রীয় মন্ত্রীর

আইন মেনে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। গুজরাটে আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। সেই নির্বাচনী প্রচারের ফাঁকে বিলকিস বানোর ধর্ষকদের জেল থেকে মুক্তি দেওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন আমি এতে ভুল কিছু খুঁজে পাই না কারণ এটি আইনের একটি প্রক্রিয়া।’ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এ কথা বলেন। এদিন সংসদ বিষয়ক মন্ত্রী আরও বলেন, জেলে যে আসামীরা থাকেন ‘বেশ কিছু সময়’ কাটানোর পর তাদের মুক্তির জন্য একটি ‘বিধান’ রয়েছে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী, এটা করা হয়েছে।  প্রসঙ্গত সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হলফনামায় কুখ্যাত ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিতে গিয়ে বিজেপি শাসিত গুজরাত সরকার (Gujrat Government) জানায়, ১৪ বছর কারাবাসকালীন জেলের অন্দরে ভদ্র আচরণের কারণেই বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে। ওই হলফনামায় আরও দাবি করা হয়, ‘স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) পক্ষ থেকে ধর্ষকদের মুক্তি দেওয়ার ছাড়পত্র মিলেছিল। সেই ছাড়পত্রের ভিত্তিতেই জেল মুক্তি ঘটানো হয়েছে ১১ ধর্ষকের।’