দেশ

ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করেছে। সময় থাকতেই নেওয়া হল বড়সড় পদক্ষেপ। সংক্রমণ বাড়ার আগেই ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিল স্বাস্থ্যমন্ত্রক। নাকের ভিতর দিয়ে ফুসফুসে ভাইরাসের গতি রোধ করবে ন্যাজাল ড্রপ। বলা হচ্ছে, ওমিক্রনের মতো স্ট্রেনের দাপট রুখতে সক্ষম এই ভ্যাকসিন। কো-উইন ওয়েবসাইটের মাধ্যমে বুস্টার ডোজ নেওয়া যাবে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও বলেছিলেন, মহামারি এখনও শেষ হয়নি। উৎসবের মরসুমে একগুচ্ছ নিয়ম মানার জন্য নির্দেশিকা জারি করেছিলেন তিনি। বিদেশে, বিশেষত চীনে ফের চোখ রাঙাচ্ছে করোনা। ভয় ধরাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট বিএফ ৭। বিদেশে ধীরে ধীরে জটিল হচ্ছে পরিস্থিতি। সংক্রমণ বাড়ছে। কঠিন পরিস্থিতিতে ভারত ওষুধ রপ্তানি করছে জিনপিংয়ের দেশে। অবস্থা বুঝে দেশের একাধিক

জায়গাতেও ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। তাজমহলে পর্যটকদের জন্যও বাধ্যতামূলক করা হয়েছে করোনা টেস্ট। এসবের মধ্যেই মান্যতা দেওয়া হল ন্যাজাল ভ্যাকসিনকে। জানা গিয়েছে, ভারত বায়োটেক তৈরি এই ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে বলে। শোনা যাচ্ছে, আপাতত বেসরকারি হাসপাতাল থেকেই এই টিকা দেওয়া হবে। কোভ্যাকসিন বা কোভিশিল্ডের টিকা যাঁরা আগে নিয়েছেন, তাঁরাও এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন। তবে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে না। তবে যন্ত্রণাহীন ন্যাজাল ভ্যাকসিনের দাম কত হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। সংস্থার তরফে দাম এখনও ঠিক হয়নি বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ভারতে সেই বিএফ ৭ ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে বলে জানা গিয়েছে। ফলে টিকাকরণে নতুন করে জোর দেওয়ার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।