দেশ

উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা, পেট্রল বোমা ছুড়ে অগ্নিসংযোগ

 পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মণিপুরে। ফের অশান্তির আগুনে জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্যটি। নতুন করে মাথাচাড়া দিয়েছে আন্দোলন। এর মাঝেই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রায় ১০০০ জন দুষ্কৃতী। অশান্তি ঠেকাতে ইম্ফলে লাগু করা হয়েছে কার্ফু। কিন্তু সেই কার্ফু উপেক্ষা করেই গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে মণিপুরের ইম্ফলের কোঙ্গবা এলাকায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বেশ কিছু দুষ্কৃতী। জানা গিয়েছে, গতকাল রাতেই উন্মত্ত জনতা মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়ে। যার ফলে তাঁর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কারণ মন্ত্রী এই মুহূর্তে রয়েছেন কেরলে। অনুমান, ওই এলাকায় কিছুদিন আগেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় কয়েকজনের। সেই কারণেই ক্ষোভে মেইতে জনগোষ্ঠীর নেতা রঞ্জন সিংয়ের বাড়িতে হামলা চালানো হয়। সূত্রের খবর, যারা হামলা চালিয়েছেন তাঁরা সকলেই মেইতে জনগোষ্ঠী সম্প্রদায়ের। গতকাল, বৃহস্পতিবারই মন্ত্রী নেমচা কিগপেনের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। মণিপুরের বর্তমান সরকারের একমাত্র মহিলা মন্ত্রী তিনি। কুকি সম্প্রদায়ের এই মন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ও হিংসায় মদত দেওয়ার অভিযোগ জানিয়ে তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে মেইতে জনগোষ্ঠীর কয়েকজন নেতা। এর আগে গত মে মাসে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রঞ্জন সিংয়ের বাড়িতে হামলা চালিয়েছিল মেইতে সম্প্রদায়ের মানুষেরা। সেই সময়ে বাড়িতেই ছিলেন তিনি। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পান মন্ত্রী। নতুন করে ফের হামলার বিষয়ে তিনি জানিয়েছেন, ‘আমরা শান্তি ফেরানোর চেষ্টা করছি। কিন্তু কিছু শক্তি রয়েছে যারা চায় না মণিপুরে শান্তি ফিরুক।’