দেশ

সংক্রমণ কমতেই আরও ছাড় দিল্লিতে, চালু হচ্ছে বাস ও মেট্রো পরিষেবা, খুলে যাচ্ছে মল-বার-পার্ক

করোনা সংক্রমণ গ্রাফ নিম্নমুখী হতেই আরও বেশ কিছু ছাড় দিল দিল্লি সরকার। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ রবিবার একটি নির্দেশিকা জারি করে। যেখানে বলা হয় বার, পার্ক আগামী ২১ জুন থেকে খুলে যাচ্ছে। সেখানে সর্বাধিক ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবে। বারগুলি দুপুর ১২টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত খোলা থাকবে। অন্যদিকে, রেস্টুরেন্টগুলিতে ৫০% মানুষের প্রবেশাধিকার নিয়ে সকাল ৮টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত খোলা যাবে। এরই সঙ্গে বেসরকারি অফিসগুলিতে ৫০% কর্মী নিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করা যাবে। সরকারি অফিসে গ্রুপ-এ কর্মী ১০০% এবং অন্যান্য গ্রুপের ৫০% কর্মী নিয়ে কাজ করা যাবে। অন্যদিকে, দিল্লিতে মেট্রো পরিষেবা চালু হচ্ছে। আগামিকাল থেকে ৫০% যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালু হবে। সঙ্গে ৫০% যাত্রী নিয়ে বাস পরিষেবাও চালু হতে চলেছে দিল্লিতে। বাজার-সহ বিভিন্ন মল সকাল ১০ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত খোলার ছাড় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত এক সপ্তাহ আগেই সংক্রমণ কমতে বেশ কিছু ছাড় মিলেছিল দিল্লিতে। আনলক পর্ব শুরু হওয়ায় ভিড়ের ছবি দেখে এবার শুক্রবার দিল্লি হাইকোর্ট আনলক পর্ব নিয়ে সতর্ক করে রিপোর্ট চেয়েছিল সরকারের কাছে। সেই সঙ্গে আনলক চালু হলেও যাতে কোভিড বিধি মেনে চলা হয় তারও নির্দেশ দিয়েছিল। আজ আরও কিছু ক্ষেত্রে ছাড় মিলল। যদিও সমস্ত সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ক্রীড়াবিদ ছাড়া সুইমিংপুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমা, জিম, স্পা সহ বিনোদনের সমস্ত ক্ষেত্র এখনই খুলছে না। আগামী ২৮ জুন পর্যন্ত সেগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।