দেশ

অসময়ে শিলাবৃষ্টি, বরফে ঢাকল গুজরাতের রাজকোট

রবিবার গুজরাতের রাজকোটের বহু জায়গায় প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে । সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ৷ অসময়ে বৃষ্টির কারণে শহরের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে কুবাদোয়া, গোন্ডাল চৌকদি, শাপার ভেরাভাল প্রভৃতি এলাকায় ভারী বৃষ্টির কারণে শীতের মরশুমে বর্ষার মতো পরিস্থিতি তৈরি হয় ।  এদিনের শিলাবৃষ্টিতে বরফে ঢেকে যায় রাস্তাঘাট ৷ কুবাদোয়া সড়কে বরফ দেখে আনন্দে মেতে ওঠেন পর্যটক থেকে গাড়ি চালকরা। এখান দিয়ে যাওয়ার সময় কিছু চালক গাড়ি থামিয়ে রাস্তায় জমে থাকা তুষার উপভোগ করেন। এত বিপুল পরিমাণ বরফ দেখে এলাকাটিকে কাশ্মীর বা হিমাচলের থেকে কোনও অংশ কম লাগছিল না ৷ বরফ নিয়ে অনেককে খেলতেও দেখা যায় ৷ সঙ্গে চলে সেলফি তোলা ৷ গুজরাতের আবহাওয়া দফতর দু’দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে ৷ জানা গিয়েছে রাজকোট, কচ্ছ, আমেদাবাদ, সুরাত, পাটান, দাহোদ, সবরকাঁথা, মোরবি, মহিসাগরের মতো জেলাগুলিতে বৃষ্টির হয়েছে বা পূর্বাভাস রয়েছে। তবে অসময়ের বৃষ্টির কারণে দুশ্চিন্তা বেড়েছে কৃষকদের ৷