আগামীকাল ঈদ উদ আযহা। আর তার মাঝেই নয়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশ সরকার। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ঈদে একত্রে ৫০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করল যোগী সরকার। একই সঙ্গে জনসমক্ষে পশুবলিতেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। আমলাদের সঙ্গে কোভিড পরিস্থিতি সম্পর্কে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি এই উৎসবে যাতে কোনও বিপত্তি বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, তা নিয়েও আমলাদের সচেতন করেন মুখ্যমন্ত্রী। তবে জনসমখ্যে পশুবলিতে নিষেধাজ্ঞা জারি করলেও ব্যক্তিগত স্থানে পশুবলিতে নিষেধাজ্ঞা নেই বলেই জানান এক আধিকারিক। উৎসব পরবর্তী স্বচ্ছতাতেও কোনও ত্রুটি রাখতে চায় না সরকার। জানিয়েছেন ওই আধিকারিক। সম্প্রতি জম্মু-কাশ্মীরে উট, বাছুর সহ একাধিক পশু জবেহ করা নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। সেই নির্দেশকে ঘিরে শুরু হয় জোর বিতর্ক। যার জেরে দ্রুত ওই নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হয় রাজ্য প্রশাসন।