স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও বানিয়ে সেগুলো ওয়েবসাইটে নিয়মিত আপলোড করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন স্টেট ইউনিভার্সিটির আচার্য্য জো গো। সেই ভিডিওর লিঙ্ক তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতেন। এর জেরেই বরখাস্ত হতে হল তাঁকে। জানা গিয়েছে, ইউনিভার্সিটি অব উইসকনসিন সিস্টেমের বোর্ড অব রিজেন্টস সর্বসম্মতিক্রমে চ্যান্সেলর জো গোকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ২০০৭ সাল থেকে তিনি উইসকনসিন-লা ক্রস বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে আসছেন। ১৯৬০ সালের পর তিনি ছিলেন এই পদে দীর্ঘ সময় থাকা ব্যক্তি। সরিয়ে দেওয়া হয়েছে গোয়ের স্ত্রী কারমেন উইলসনকেও। বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বোর্ড তার ক্রিয়াকলাপে উদ্বিগ্ন ও বিরক্ত। সেই কারণে তাঁকে সরানো হয়েছে। তবে গো এবং তাঁর স্ত্রীয়ের বক্তব্য, ভিডিওর কারণেই তাঁদের সরানো হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের ভুল সিদ্ধান্ত। এই পদক্ষেপ তাঁদের বাক স্বাধীনতার লঙ্ঘন। সম্প্রতি ওই দম্পতি সিদ্ধান্ত নিয়েছিলেন ভিডিওগুলো পর্ন ওয়েবসাইটে সবার জন্য ছড়িয়ে দেবেন। কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করা হয়নি। উইসকনসিন সিস্টেম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জে রথম্যানের বক্তব্য, গো ইউনিভার্সিটির খ্যাতি নষ্ট করেছেন।