প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার উৎপলেন্দু চক্রবর্তী। আজ, মঙ্গলবার সন্ধে ৫:৫০ মিনিটে পরলোকগমণ করেছেন। রেখে গেলেন তাঁর দুই কন্যা– চিত্রাঙ্গদা এবং ঋতাভরী চক্রবর্তীকে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। তবে গত ৩-৪ দিন ধরে তাঁর স্বাস্থ্যের অনেকটাই অবনতি ঘটে। এদিন তাঁর রিজেন্ট পার্কের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন উৎপলেন্দু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ভিড় থেকে সরে থাকা উৎপলেন্দু চক্রবর্তী জাতীয় পুরস্কার পেয়েছেন। ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো ছবি তিনি উপহার দিয়েছেন বাঙালিকে।