অবশেষে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলে চালু হতে চলেছে ইউটিএস অন মোবাইল পরিষেবা। তবে আপাতত লোকাল ট্রেনের যাত্রীরা এই পরিষেবার মাধ্যমে টিকিট কাটার সুযোগ পাবেন। মঙ্গলবারই রেল বোর্ডের তরফে ইউটিএস শুরু করার সবুজ সঙ্কেত মিলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে দু’-একদিনের এই অ্যাপটি চালু হয়ে যাবে। উল্লেখ্য, গত মার্চ মাসে লকডাউনের সময় থেকে ইউটিএস বন্ধ রয়েছে। অ্যাপের অ্যাকাউন্টে মেয়াদ উত্তীর্ণ এবং পড়ে থাকা টাকা অ্যাডজাস্ট করা হবে বলে রেল সূত্রে খবর। তবে, এখনই দূরপাল্লার ট্রেনের জন্য এই পরিষেবা চালু হচ্ছে না।