পঙ্গপালের আক্রমনে জেরবার উত্তর ও ভারত। উত্তরপ্রদেশে কমপক্ষে ১০ টি জেলায় সতর্কতা জারি হয়েছে। একেতেই করোনায় জেরবার মানুষ, তার ওপর নতুন বিপদ ডেকে আনল পঙ্গপাল। এই পঙ্গপাল প্রথমে পাকিস্তান থেকে রাজস্থানে প্রবেশ করে। রাজস্থানে প্রায় পাঁচ লক্ষ হেক্টর চায়ের জমি ক্ষতি করে। গত কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল মধ্যপ্রদেশেও প্রবেশ করে। এক সরকারি কর্মকর্তা জানান, মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে পঙ্গপাল হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং ট্র্যাক্টর লাগানো স্প্রে, পাওয়ার স্প্রে এবং ফায়ার ব্রিগেডে রাসায়নিক মিশিয়ে প্রস্তুত থাকতে এবং রাতে ভারী স্প্রে করার কথাও বলা হয়েছে।এছাড়া স্থানীয় গ্রামবাসীদের পঙ্গপালের ঝাঁক তাড়াতে থালা বাজানোর পাশাপাশি বাজি-পটকা ফাটিয়ে শব্দ করার জন্যও বলা হয়েছে। একমাত্র এই প্রক্রিয়াতেই পঙ্গপালের বিশ্রামের জায়গায় নিয়ন্ত্রণ বা নির্মূল করতে সহায়তা করবে। পঙ্গপাল সতর্কতা সংস্থার প্রযুক্তিগত দল এবং কৃষকদের সঙ্গে সমন্বিত হয়ে করার জন্য বলা হয়েছে।