দেশ

ফের ব্যাহত উদ্ধারকাজ , অগার মেশিনে ত্রুটির জেরে  বন্ধ হয়ে গেল ড্রিলিং, তীরে এসে ডুবলো তরী!

আজ, বৃহস্পতিবার সকালেই জানা গিয়েছিল, সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক ঘণ্টার মধ্য়েই উত্তরকাশীর ভেঙে পড়া টানেলের অন্ধকূপ থেকে বেরিয়ে আসতে পারবেন ৪১ জন শ্রমিক। আবারও সমস্যার মুখে উদ্ধারকারী দল। যে প্ল্যাটফর্মের উপর অগার মেশিনটি রেখে কাজ চলছিল সেটি ‘ডি-স্টেবিলাইজড’ হয়ে গিয়েছে। মেশিন সারানোর পর শুক্রবার সকালে ফের কাজ শুরু হবে। তবে সারারাত ঘটনাস্থলেই থাকবেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।  এই নিয়ে তিনবার অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি হল। আটক শ্রমিকদের কাছে পৌঁছনোর ১ মিটার আগেই কাজ বন্ধ হয়ে গেল বলে জানালেন উদ্ধারকারী দলের সদস্য আর্নল্ড ডিক্স। সুড়ঙ্গের ভিতরেই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন উদ্ধারকাজে যুক্ত সব এজেন্সির শীর্ষ আধিকারিকরা। পরিবর্তিত পরিস্থিতির পর্যালোচনা করতেই এই রিভিউ বৈঠক। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও পরিস্থিতিতেই তাড়াহুড়ো করা হবে না। ঋষিকেশের এইমস হাসপাতালের ট্রমা কেয়ার ও আইসিইউ-য়ের বেড রিজার্ভ করা হয়েছে।