এবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে একটি প্রাইভেট ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় ওই ক্লিনিকেরই এক চিকিৎসক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এএনআই সংবাদসংস্থা সূত্রে খবর, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার পর ক্লিনিকটি ‘সিজ়’ করেছে মোরাদাবাদ পুলিশ। এসপি সন্দীপ কুমার মীনা বলেন, ‘১৮ অগস্ট ঠাকুরদ্বারা পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী জানান, তাঁর মেয়েকে এক চিকিৎসক নিজের ক্লিনিকে ধর্ষণ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন শাহনাওয়াজ নামে এক চিকিৎসক, জুনায়েদ এবং মেহনাওয়াজ নামে এক মহিলা। ভারতীয় ন্যায় সংহিতার ৬১/২, ৬৪, ৩৫১/২ এবং ১২৭/২ ধারায় মামলা রুজু করা হয়েছে এই তিনজনের বিরুদ্ধে।’ কলকাতার আরজি করে তরুণী শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। সেই আবহে উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছে চিকিৎসক সংগঠনগুলি। রবিবার দেহরাদুনেও একটি ধর্ষণের অভিযোগ ওঠে। দিল্লির নির্ভয়া কাণ্ডের বিভীষিকাময় স্মৃতি উস্কে ওঠে দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে (ISBT) পার্ক করা একটি বাসে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে। পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্কুল পড়ুয়া ওই নাবালিকার সঙ্গে নৃশংস আচরণ করেছে বলে খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই পুলিশ এ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। আবার সোমবার রোহতকে এক মেডিক্যাল পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ ওঠে। সেখানে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কলেজের দন্ত চিকিৎসা বিভাগের এক ছাত্রীকে অপহরণ করে হেনস্থার অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রোহতক পুলিশ।