জেলা

হাওড়ায় এলো বন্দেভারত এক্সপ্রেস, আগামীকাল ট্রায়াল রান

বড়দিনেই হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেল বন্দেভারত এক্সপ্রেস। রবিবার ভোর রাতেই বন্দেভারত এক্সপ্রেস এসে গিয়েছে হাওড়া স্টেশনের শর্টিং ইয়ার্ডে। আপাতত সেখানেই আগামী কয়েকদিন চলবে রেকের রক্ষণাবেক্ষণ। এই সেমি হাইস্পিড ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণ নিয়ে চলে এসেছে মোটরম্যান ও টেকনিক্যাল স্টাফেরা। সূত্রের খবর, আগামী ২৬ ডিসেম্বরেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির ট্রায়াল রান করছে পূর্ব রেল। যাত্রীশূন্য অবস্থায় এই ট্রায়াল রান হবে। প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার ট্রেনটি ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। সেটি এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছনোর কথা রয়েছে দুপুর ১টা বেজে ২৫ মিনিটে। ট্রায়াল রান হিসেবে চলায় সোমবার শুধুমাত্র মালদা টাউন ও বারসোই এই দুটি স্টেশনেই দাঁড়াবে ট্রেনটি। উলটোদিকে ফিরে আসার সময়, সোমবার বেলা ৩টে বেজে ৫ মিনিটে ট্রেনটি নিউ জলপাইগুড়ি জংশন থেকে বেলা ৩টে বেজে ৫ মিনিটে ছেড়ে বন্দে ভারত হাওড়া ফিরে আসবে রাত ১০টা বেজে ৩৫ মিনিটে। বন্দেভারত এক্সপ্রেস চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে ১০ জন মোটরম্যানকে পাঠানো হয়েছিল গাজিয়াবাদে৷ তারা প্রশিক্ষণ শেষে এসে পৌঁছে গিয়েছে হাওড়ায়। ট্রেনটি রক্ষণাবেক্ষণের জন্য ইন্টিগ্রাল কোচ ফ্যাকট্রিতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছেন হাওড়ার ২৫ জন ট্রেন এক্সামিনার। সেমি হাই স্পিড জাতীয় এই ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা শেডও তৈরি করেছে পূর্ব রেল।