দেশ

জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা নিয়ে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল বারাণাসীর জেলা আদালত

 জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বৈজ্ঞানিক সমীক্ষা নিয়ে সংবাদ প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল বারাণাসীর জেলা আদালত। বৃহস্পতিবার বিচারক অজয় কুমার বিশ্বেস ওই নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে সমীক্ষার কাজে নিয়োজিত পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষকদের সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতেও নিষেধ করা হয়েছে। হিন্দু পক্ষের দাবি মেনে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিয়েছিলেন বারাণসী জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বেস। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কর্তৃপক্ষ। যদিও কোনও সুরাহা মেলেনি। ফলে মসজিদে সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা নিয়ে সংবাদমাধ্যমের একাংশ বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করে চলেছে বলে অভিযোগ তুলে জেলা আদালতের বিচারক অজয় কুমার বিশ্বেসের এজলাসে মামলা দায়ের করেছিল মসজিদ কর্তৃপক্ষ। এদিন মামলার শুনানিতে মসজিদ কমিটির আইনজীবী মমতাজ আহমেদ অভিযোগ করেন, সংবাদমাধ্যমের একাংশ সমীক্ষার কাজ শুরুর পরেই মসজিদ চত্বর থেকে শিবলিঙ্গ, ত্রিশূল ও স্বস্তিক চিহ্ন পাওয়া গিয়েছে বলে গুজব রটাচ্ছে। ওই গুজবের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।’ সমীক্ষা নিয়ে সংবাদমাধ্যমের খবর প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানান তিনি। সেই আর্জিতে সাড়া দিয়ে সমীক্ষা নিয়ে সংবাদ প্রকাশের উপরে নিষেধাজ্ঞা জারি করেন জেলা বিচারক। একই সঙ্গে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষকদের নির্দেশ দিয়েছেন, সমীক্ষা সংক্রান্ত কোনও খবর যেন ফাঁস না হয়। গোপনীয় রাখা হয়।