শুক্রবার সন্ধ্যার আকাশে দেখা মিলল একফালি চাঁদ। তার নীচেই জ্বলজ্বল করছে শুক্রগ্রহ। এমন দৃশ্য হয়তো জীবনে খুব কমই দেখেছেন। পৃথিবীর কোনও জায়গা থেকে দৃষ্টিরেখা বরাবর যদি একই সরলরেখায় চাঁদ ও শুক্র এসে পড়ে তাহলে চাঁদের আড়ালে শুক্রকে ঢাকা পড়তে দেখা যায়। চাঁদের এরকম অন্য মহাজাগতিক বস্তুকে ঢেকে দেওয়াকে বলা হয় চাঁদের আড়াল বা লুনার অক্যাল্টেশন। জ্য়োর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি এনিয়ে বলেন, আকাশের এত সুন্দর দৃশ্য সবার মন কেড়ে নিয়েছে। একপ্রকার শুক্র গ্রহের গ্রহণ হয়েছিল চাঁদের দ্বারা। বিকেল ৪টে ৪৩ মিনিটে এই গ্রহণ শুরু হয় কলকাতার আকাশে। চলেছিল ৬টা ০৮ মিনিট পর্যন্ত। ধীরে ধীরে চাঁদের আলোকজ্জ্বল দিক থেকে বেরিয়ে আসে শুক্রগ্রহ।চাঁদের পরই আকাশে সবচেয়ে উজ্জ্বল দেখায় শুক্র গ্রহকে। ফলে এক অদ্ভূত দৃশ্যের সৃষ্টি হয়েছিল আকাশে। চাঁদ অস্ত যাওয়া অবধি এটা দেখা যায়। সঠিক কোনও সময় অন্তর এমনটা যে হবে তা বলা যায় না। তবে কিছু দিন পরপরই এমন দেখা যেতে পারে। ২০২০ সালে ও ২০২২ সালে এমনটা দেখা গিয়েছিল। এক পলকে দেখলে মনে হবে চাঁদ ও শুক্র কাছাকাছি চলে এসেছে।