বিনোদন

সঙ্কটে সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হল।  চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন না তিনি। শনিবার বিকেল সাড়ে চারটের সময় অডিও বুলেটিন প্রকাশ করে চিকিৎসক ডা. অরিন্দম কর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টা ধরে সৌমিত্রবাবুর অবস্থা অত্যন্ত সঙ্কটজনকই রয়েছে। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকলও হতে শুরু করেছে কিংবদন্তী অভিনেতার। দেওয়া হয়েছে একাধিক লাইফ সাপোর্ট। তবে ডা. করের কথায়, ‘কোনও মিরাকল ছাড়া সৌমিত্রবাবুর সেরে ওঠার সম্ভাবনা কম’।