বিনোদন

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। সূত্রের খবর, আচমকা বুকে অস্বস্তি শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয় ৭৯ বছর বয়সী অভিনেত্রীকে। হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অভিনেত্রীর ইসিজি এবং ইকো কার্ডিওগ্রাফি হয়েছে। রক্তপরীক্ষাও হয়েছে। ড. এসবি রায়, ড. সুস্মিতা দেবনাথ এবং ড. পি.কে মিত্রর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।  ১৬ বছর বয়সে রুপোলি পর্দার জগতে পা রাখেন তিনি। সত্যজিত রায়ের ‘অশনি সংকেত’ এবং তরুণ মজুমদারের ‘ঠগিনী’ তাঁর সেরা ছবি হিসাবে বিবেচিত হয়েছে। ‘বাবা তারকনাথ’, ‘দাদার কীর্তি’, ‘ছোট বউ’, ‘পলাতক’, ‘তিন অধ্যায়’, ‘আলোর পিপাসা’, ‘ফুলেশ্বরী’ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। রাজনীতির ময়দানেও সফল তিনি। ২০১৪ সালে তৃণমূলের  টিকিটে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পরে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।