রাজ্যসভার চেয়ারম্যানের তাঁর দফতরের কর্মীদের সংসদীয় কমিটিতে নিয়োগের কোনও নজির নেই। অথচ নিজের দফতরের কর্মীদের রাজ্যসভার বিভিন্ন কমিটিতে নিয়োগ করে এবার সমালোচনার মুখে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় । জানা গিয়েছে,উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, সংসদীয় কমিটিতে ‘ব্যক্তিগত পছন্দের’ কর্মী নিয়োগের অভিযোগ। বিরোধীরা অভিযোগ করেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর ২০টি সংসদীয় কমিটিতে তার মনোনীত ১২ জন কর্মীকে নিয়োগ করেছেন।রাজ্যসভা সচিবালয়ের জারি করা আদেশ অনুসারে, ব্যক্তিগত সহায়কদের মধ্য থেকে আটজনকে ২০ টি কমিটিতে নিয়োগ করেছেন উপরাষ্ট্রপতি, যার মধ্যে উপ-রাষ্ট্রপতির সচিবালয়ে চার কর্মীকেও নিয়োগ করা হয়েছে। রাজ্যসভার সচিবালয়ের সূত্র বলেছে যে কমিটিতে স্পিকারের পছন্দসই কর্মী নিয়োগের এমন কোন নজির আগে নেই। কমিটিতে নিযুক্ত ব্যক্তিগত সহায়কদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্টের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি), রাষ্ট্রপতির ওএসডি এবং ভাইস প্রেসিডেন্টের ব্যক্তিগত সচিব। যদিও সংসদীয় রীতি অনুযায়ী, সংসদীয় স্থায়ী কমিটিগুলিতে যুগ্মসচিব পর্যায়ের আধিকারিক থাকেন, তিনি প্রয়োজনে কোনও বিষয় মহাসচিবকে জানান এবং মহাসচিব বিষয়টি চেয়ারম্যানকে জানান। ফলে নতুন করে কেন আবার এই কর্মীদের নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সদস্য জয়রাম রমেশ বলেছেন, একটি সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হিসেবে এই নিয়োগের আমি কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। মনে রাখতে হবে এগুলি সবই সংসদীয় স্থায়ী কমিটি, চেয়ারম্যানের কমিটি নয়।