মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে ‘মহা বিকাশ আগাডি’ জোটের জয়ের পরে উচ্ছ্বসিত শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে শনিবার স্পষ্ট করে দিয়েছেন, এটি কেবল শুরু ৷ তাঁর দাবি, বিরোধী জোট রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনেও জয়ের ধারা বজায় রাখবে। লোকসভা ভোটে রাজ্যের 48টি লোকসভা আসনের মধ্যে 30টিতেই জিতেছে বিরোধী জোট ৷ এরপর উদ্ধব ঠাকরে তাঁর বিরোধী সহযোগী এনসিপির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন। শরদ পাওয়ার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি পৃথ্বীরাজ চৌহানও সেই বৈঠকে ছিলেন। এবছরেরই অক্টোবরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য শিবসেনা (ইউবিটি), পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের নেতাদের প্রাথমিক বৈঠকের পরে তাঁরা জানান, মহারাষ্ট্রের জনগণ লোকসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছে বিজেপির জয়ের মিথ কতটা ফাঁপা ছিল ৷ উদ্ধব ঠাকরে বলেন, “মহা বিকাশ আগাডির লোকসভা নির্বাচনে জয় শেষ নয়, বরং এটি শুরু।” তাঁর কথায়, “নির্বাচনী প্রচারে আমি আমার সমর্থকদের দেশপ্রেমিক বলে সম্বোধন করেছিলাম ৷ সমস্ত দেশভক্তরা গণতন্ত্র বাঁচাতে একত্রিত হয়েছিলেন ৷”