ভারতের জাতীয় কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন তাঁরা। সেই সময় কাটিয়ে এবার তিনি অলিম্পিক্সে নেমেছেন। যদিও অপ্রত্যাশিত ঘটনার জন্য তাঁর পদক পাওয়া হয়নি। এবার দেশে ফিরে তিনি ফের বিস্ফোরক ব্রিজভূষণ ইস্যুতে। কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে যেই মহিলা কুস্তিগিররা জবানবন্দী দেন, তাঁদের নিরাপত্তা দিয়েছিল দিল্লি পুলিশ। কারণ ছিল, বাহুবলি ব্রিজভূষণ সেই কুস্তিগিরদের যাতে কোনও ক্ষতি করতে না পারেন। এবার বিনেশ ও সাক্ষীর অভিযোগ, সেই মহিলা কুস্তিগিরদের দেওয়া নিরাপত্তা তুলে নিয়েছে দিল্লি পুলিশ। কুস্তিগিরদের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘যারা ব্রিজভূষণের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, দিল্লি পুলিশ সেই মহিলা কুস্তিগিরদের নিরাপত্তা তুলে নিয়েছে।’ এই টুইটে ট্যাগ করা হয়েছে দিল্লি পুলিশ, দিল্লির মহিলা কমিশনার ও জাতীয় মহিলা কমিশনকে।