খেলা

‘এখনও চুপ কেন?’ ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থা ইস্যুতে ক্রিকেটারদের তোপ ভিনেশদের

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে এখন সরগরম দিল্লি। নতুন করে এই ইস্যুতে যন্তর মন্তরে ধরনায় বসেছেন দেশের তাবড় কুস্তিগীররা। এই ইস্যুতে গতকালই প্রাক্তন ক্রীড়াবিদ পিটি ঊষার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পিটি ঊষা দাবি করেন, আন্দোলনরত কুস্তিগীররা দেশের নাম মাটিতে মেশাচ্ছেন। আর এই আবহে এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেডেল প্রাপ্ত কুস্তিগীর ভিনেশ ফোগাট প্রশ্ন ছুঁড়ে দিলেন দেশের ক্রিকেটার এবং অন্যান্য ক্রীড়াবিদদের দিকে। তাঁর প্রশ্ন, ‘এখন কী হল? সবাই চুপ কেন?’ সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই ইস্যুতে ভিনেশ ফোগাট বলেন, ‘গোটা দেশ ক্রিকেটকে পুজো করে। তবে এখন একজন ক্রিকেটারও মুখ খুলছেন না। আমরা এটা বলছি না যে তাঁরা আমাদের পক্ষে কথা বলুন। তবে কিছু তো বলুন। নিরপেক্ষ হয়েও ন্যায়ের জন্য মুখ খুলুক তাঁরা। এটাই আমার বেদনার কারণ। ক্রিকেটার হোক, ব্যাডমিন্টন খেলোয়াড় হোক, অ্যাথলিট হোক কি বক্সার… তাঁরা মুখ খুলুক।’ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এর উদাহরণ তুলে ধরে ভিনেশ বলেন, ‘এরকম নয় যে আমাদের দেশে বড় মাপের ক্রীড়াবিদ নেই। ক্রিকেটাররা আছেন। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় তাঁরা তাঁদের মতামত প্রকাশ করেছিলেন। আমাদের কি সেটুকুও প্রাপ্য নয়।’ভিনেশ আরও বলেন, ‘আমরা যখন কোনও প্রতিযোগিতায় জিতি, তখন আপনারা আমাদের শুভেচ্ছা বার্তা পাঠান। এমনকী ক্রিকেটাররাও টুইট করেন সেই সব ক্ষেত্রে। এখন কী হয়ে গেল? আপনারা কি সিস্টেমকে ভয় পাচ্ছেন? নাকি সেখানেও কিছু ভুলভাল কাজ হয়ে চলেছে?’ উল্লেখ্য, হরিয়ানার খাপ পঞ্চায়েতের নেতা এবং রাজনৈতিক নেতারা কুস্তিগীরদের এই আন্দোলনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব কুস্তিগীদের সমর্থনে টুইট করে লেখেন, ‘তাঁরা কি কখনও বিচার পাবেন?’ এই আবহে ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি ঊষার মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন ভিনেশ। প্রাক্তন ক্রীড়াবিদের মন্তব্যকে ‘অসংবেদনশীল’ আখ্যা দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘কোনও তো কারণ আছে, যার জন্য অলিম্পিক সংস্থা বা ভারতের ক্রীড়া মন্ত্রক আমাদের কথা শুনছে না। আমি পিটি ঊষাকে ফোন করেছিলাম। তবে তিনি আমার ফোন তোলেননি।’ এর আগে গত বুধবার যন্তর মন্তরে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা মোমবাতি মিছিলে হেঁটেছিলেন। তাঁদের দাবি, যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ফেডারেশন প্রধান ব্রিজ ভূষণকে গ্রেফতার করতে হবে। এই মর্মে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়েছে। সেই মামলার শুনানি চলছে।