দেশ

অগ্নিগর্ভ মণিপুরে ইন্টারনেটে নিষেধাজ্ঞা বেড়ে ৫ জুলাই

অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুতেই থামানো যাচ্ছে না মণিপুরে। উত্তর পূর্ব ভারতে নতুন করে হিংসার খবর আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেও তার সমর্থকদের আবেদনের পর পিছিয়ে আসেন। ৩ মে থেকে বড় অশান্তি শুরু হয়েছে মণিপুরে। তারপর থেকে বেড়েই চলেছে নেট নিষেধাজ্ঞার মেয়াদ। আরও একবার মণিপুরে ইন্টারেনেট পরিষেবা নিষেধাজ্ঞা বাড়ল। রাজ্যের হিংসা, অগ্নিগর্ভ অবস্থা নিয়ে ভুয়ো খবর, আতঙ্ক ছড়ানো ভিডিয়ো-ছবি, মেসেজ আটকাতে আগামী ৫ জুলাই, বুধবার পর্যন্ত নেট পরিষেবা বন্ধ রাখল প্রশাসন। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় মণিপুরের পরিস্থিতি নিয়ে গোটা দেশের কাছে খবর পৌঁছতে অসুবিধা হচ্ছে।

ফাইল চিত্র।