জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভরা বাজারে দাঁড়িয়ে বিক্রি করছেন পেয়ারা। রীতিমতো দরদাম করে পাল্লায় মেপে ক্রেতাদের পেয়ারা বিক্রি করছেন তিনি। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকারের এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের চক্ষুচড়কগাছ। সকাল বেলা পুলিশের উর্দি ছেড়ে সাধারণ পোশাকে নিতান্তই শখের বশে বহরমপুরে লালদীঘির ধারে বাজার করতে বেরিয়েছিলেন তন্ময় সরকার। বাজারের বাইরে কিছুটা দূরে দাঁড়িয়েছিল তাঁর গাড়ি। পায়ে হেঁটে পেয়ারা কিনতে এক বিক্রেতার ঠেলাগাড়ির সামনে এগিয়ে যান তন্ময় সরকার। চিনতে না পেরে বিক্রেতা আবদার করে বসেন, ‘দাদা আমার গাড়িটা একটু দেখবেন। আমি টিফিন করে আসি।’ মুচকি হেসে সম্মতি জানান অতিরিক্ত পুলিশ সুপার। তারপর প্রায় কুড়ি মিনিট রাস্তার ধারে দাঁড়িয়ে ওই ঠেলাগাড়ি থেকে পেয়ারা বিক্রি করেন তিনি। তাঁর অমায়িক ব্যবহারের জেরে পথচলতি মানুষও চিনতে পারেননি তাঁকে। অবাধেই বাজারের অন্যান্য ক্রেতারাও পেয়ারা কিনছিলেন তাঁর থেকে। প্রশাসনিক উচ্চস্তরের কর্তাব্যক্তি হয়েও সহজ সরল ভঙ্গিতে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়ার নজির গড়লেন তন্ময় সরকার। ইতিমধ্যেই ফেসবুকের কমেন্টবক্সে উঠেছে প্রশংসার ঝড়। কেউ করেছেন স্যালুট আবার কেউ বা তাঁর মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ।