খেলা

এবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি

টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি। আজ টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি। এর পরপরই মাত্র ৯ মিনিটের মধ্যেই বিরাটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিসিসিআই।  প্রোটিয়াসদের কাছে নাস্তানাবুদ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন কোহলি। কেপটাউনে সেই আচরণের জন্য গোটা ক্রিকেট দুনিয়া তাঁর নিন্দা করছে। তাই প্রবল চাপে থাকা কোহলি এ বার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে গেলেন।শনিবার টুইটারে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি। টুইটারে কোহলি লিখেছেন, ‘গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনও একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়।‘ যদিও হতাশ বিরাটের ফ্যানেরা। আর বিরাটের ফ্যানেরা তাঁদের যাবতীয় ক্ষোভ উজাড় করে দেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপরে।

আসুন দেখে নেওয়া যাক বিরাটের ফ্যানেরা কে কী বললেন –

https://twitter.com/th3r2pyy/status/1482409904652845057