ভারতীয় বায়ুসেনা প্রধানের দায়িত্ব নিলেন চিফ মার্শাল বিবেক রাম চৌধুরি। তিনি একজন দক্ষ যুদ্ধবিমান চালক। ১৯৮২ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। তেজস, সুখোই-৩০, রাফাল সহ নানা যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্তির নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অংশ নিয়েছেন কার্গিল যুদ্ধেও। ভারতীয় বায়ুসেনা প্রধানের দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা করে দিলেন, বায়ুসেনা সমস্ত ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। ‘আত্মনির্ভরতাই লক্ষ্য’, সেকথাও বলে দিলেন। এয়ার চিফ মার্শাল কে এস ভাদৌরিয়া বৃহস্পতিবারই অবসর নিয়েছেন। তাঁর জায়গায় বায়ুসেনা (আইএএফ) প্রধানের পদে বসলেন বিবেক রাম চৌধুরি। তিনি বললেন, ‘আইএএফ সমস্ত রকম চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আর সেই ক্ষমতাও রয়েছে। আমাদের লক্ষ্য হল আত্মনির্ভর হওয়া। আরও কিছু সামরিক সরঞ্জাম শিগগিরই বাহিনীতে যুক্ত করা হবে।’ এর পরেই চৌধুরি গুরুত্ব দিলেন প্রশিক্ষণের ওপর। তাঁর কথায়, ‘দ্বিতীয় গুরুত্ব দিতে চলেছি প্রশিক্ষণে, যাতে ভবিষ্যতে আমাদের বাহিনী সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে।’ তিনি আরও বললেন, রাফালে ফাইটার খুব শিগগিরই যোগ দেবে ভারতীয় বায়ুসেনাবাহিনীতে। নতুন সামরিক প্রযুক্তি নিয়ে নিত্য গবেষণা করছে ডিআরডিও। আগামী এক-দেড় বছরে সেসব অন্তর্ভুক্ত হবে।