গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বইয়ের বেশির ভাগ অংশ। কিন্তু বৃষ্টির হাত থেকে এখন কোনও নিস্তার নেই তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। বরং বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। আর তাতেই চিন্তা বেড়েছে মুম্বইবাসীর। এমনিতেই বেশির ভাগ এলাকায় জল নামেনি, তার মধ্যে আবার ভারী বৃষ্টি হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ত্রস্ত তাঁরা। মুম্বই এবং ঠাণে— এই দুই জেলায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, জলোচ্ছ্বাসের আশঙ্কায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুম্বই এবং ঠাণে ছাড়াও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পালঘর, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলা এবং কোঙ্কন অঞ্চলেও। বৃষ্টির জেরে প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। মুম্বই থেকে দূরপাল্লার বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। কিছু ট্রেনের আবার সময় বদলানো হয়েছে। রবিবার সকালে মুম্বই বিমানবন্দরের সামনে, আন্ধেরি সাবওয়ে, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে জল জমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আজ মৌসম ভবন মুম্বইয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। দুপুর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি করা হয়েছে। ভারি বৃষ্টিতে আরও দুর্ভোগ বাড়তে পারে বাণিজ্য নগরীতে।