জেলা

পলতায় জলের পাইপ ফেটে বিপত্তি, দুর্ভোগে উত্তর ও মধ্য কলকাতার একাংশ

পলতায় জলের পাইপ ফেটে বিপত্তি। দুপুরে কলকাতায় বন্ধ হয়ে গেল জল সরবরাহ। জানা গিয়েছে, গতকাল বিকেলে পলতাতে আর্মি ক্যান্টনমেন্টের ভেতরে কিছু খনন কাজ করছিল সেনাবাহিনী। সেই সময় সেখানে কলকাতা পুরসভার একটা ৬৪ ইঞ্চির জলের পাইপ ফেটে যায়। ফলে পুরো ক্যান্টনমেন্ট জলে ভরে যায়। খবর পেয়ে কলকাতা পুরসভার কয়েকজন ইঞ্জিনিয়ার সহ প্রায় ৭০ জন কর্মী ঘটনাস্থলে যান। গতকাল প্রায় সারারাত তাঁরা পাইপ লাইন মেরামতের কাজ করেন। টালাতে যতটুকু জল ছিল তা দিয়ে আজ সকালে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার কিছু অংশে সকাল সাড়ে ন’টা পর্যন্ত জল সরবরাহ করা গিয়েছে। কিন্তু সকাল ১১টার পর আর জল দেওয়া যাবে না। যদিও এখন পাইপলাইন ঠিক হয়ে যাওয়ায় ফলতা থেকে জল টালায় আসতে শুরু করেছে। আবার বিকেলে সাড়ে তিনটের পর জল দেওয়া হবে। আপাতত বিভিন্ন জায়গায় জলের গাড়ি পাঠিয়ে সামাল দিতে হয়েছে পুরসভাকে। তবে প্রায় ৯৮ শতাংশের বেশি এলাকায় সকাল সাড়ে ন’টা পর্যন্ত জল দেওয়া গিয়েছে বলে দাবি কলকাতা পুরসভার। পুর কর্মীদের একাংশের অভিযোগ, লাইনের পাশে কাজ করার অনুমতি নেয়নি সেনা। এ দিকে টালার ট্যাঙ্কে যতটুকু জল মজুত ছিল তা বুধবার সকালে উত্তর-মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে সরবরাহ করা গিয়েছে। আবার জল আসবে বুধবার বিকেল সাড়ে তিনটের পর।

প্রতীকী ছবি।