রাতভর তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা। যার ফলে জলমগ্ন হল শহরের একাধিক এলাকা। গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। গতকাল রাত থেকে একনাগাড়ে টানা বৃষ্টি হয়েছে শহরে। কখনও বা ঝিরঝিরে বৃষ্টি আবার কখনও মুষলধারে। রাতে টানা বৃষ্টির জেরে সকাল হতেই শহরে দেখা গেল জলছবি। কার্যত জলের তলায় চলে গিয়েছে খিদিরপুরের ভূ-কৈলাশ রোড, রমানাথ পাল রোড, বেরা পুকুর মোড়। পাশাপাশি বাবুবাজার, মোমিনপুর বাজার চত্বরেও জল জমেছে। যদিও বেলা বাড়তেই কিছুটা কমেছে জল। পুরসভার তরফে জল নামানোর চেষ্টা চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় এরকমই বৃষ্টিপাত চলবে। বৃষ্টি হলে ফের জল জমতে পারে শহরের একাধিক জায়গায়। যার ফলে জল যন্ত্রণা আরও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, বেআইনিভাবে গোলপার্কের ফ্ল্যাটের দখল নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এমনই অভিযোগ তুলে উচ্ছেদ নোটিস পাঠালেন প্রাক্তন মেয়রের শ্যালক শুভাশিস দাস। দীর্ঘদিন ধরেই গোলপার্কের মোড়ের কাছে বহুতলের একটি ফ্ল্যাটে থাকেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, হঠাত্ই সেই ফ্ল্যাট দ্রুত খালি করে দেওয়ার নোটিস পাঠান তাঁর শ্যালক। অভিযোগ, ফ্ল্যাটটি বেআইনিভাবে দখল করে দীর্ঘদিন ধরে সেখানে বাস করছেন শোভনবাবু। সাতদিনের মধ্যে ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিসে। রত্না চট্টোপাধ্যায়ের ভাইয়ের দাবি, টেনেন্সি অ্যাক্ট অনুযায়ী কোনও চুক্তি না থাকার কারণেই সেটি বেআইনিভাবে দখল করার অভিযোগ তোলা হয়েছে। এমনকী ফ্ল্যাট খালি না করলে মামলা রুজু করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোটিসে।