কলকাতা

রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল! ইতিমধ্যেই ফাইল পৌঁছেছে রাজভবন

রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল! জানা গেছে, খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। এমনিতেই লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি সংসদে যাচ্ছেন। তাই তাঁর জায়গায় নতুন মন্ত্রী আসতে পারেন। এছাড়াও সব মিলিয়ে মোট তিনটি দফতরে পরিবর্তন করা হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই আবহে মমতার মন্ত্রিসভায় নতুন মুখের আবির্ভাব ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।  জানা গিয়েছে, ইতিমধ্যেই মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে। সেই ফাইলে রাজ্যপালের স্বাক্ষর পড়লেই রদবদলে শিলমোহর পড়বে। তবে এখনও নাকি রাজ্যপালের তরফ থেকে সেই ফাইলে সই করা হয়নি। তাই আপাতত মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি ‘ঝুলে রয়েছে’। রাজ্যপালের সইয়ের পরই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পাবেন নতুন মন্ত্রীরা। এদিকে কারা এই সব দবদলে পদ পাবেন, তা নিয়ে চলছে বিস্তর চর্চা।  উল্লেখ্য, সেচমন্ত্রীর পদে থাকা পার্থ ভৌমিক লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জেতায় সেই দফতরটি নিজের কাছে রেখে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেচ দফতর অন্য কারও হাতে তুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহে সদ্য উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের কপাল খুলতে পারে বলে মনে করা হচ্ছে।