আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় গত ৯ অগস্ট। সেই ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে গতকালই ফোনে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশও করেন রাজ্যপাল। তবে এবার এরই মাঝে বিতর্কে জড়ালেন রাজ্যপাল। তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিযোগ করলেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্যাতিতার মা-বাবার চেহারা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, ধর্ষিতার নাম পরিচয় গোপন রাখতে হয়। এই আবহে ধর্ষিতার মা-বাবা, নিকট আত্মীয় কিংবা বাড়ির ঠিকানাও প্রকাশ করা যায় না।গতরাতে কুণাল ঘোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘মাননীয় গভর্নর কীভাবে আরজিকরের ভিকটিমের বাবা-মায়ের মুখ দেখালেন? রাজভবন নিয়ম ও আইন লঙ্ঘন করে একটি ভিডিয়ো প্রকাশ করেছে। আমার কাছেও ভিডিয়ো এবং ছবি আছে। কিন্তু আমি তো তা ব্যবহার করছি না। রাজভবনের উচিত অবিলম্বে সেই পোস্টটি মুছে ফেলা।’ এদিকে আরজি কর নিয়ে অনেকেই নির্যাতিতার ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর নামও প্রকাশ করছেন। এমনকী তাঁর মৃতদেহের ছবি পর্যন্ত অসংবেদনশীল ভাবে শেয়ার করা হচ্ছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার ছবি ও নাম সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গতকাল আরজি করের ঘটনা নিয়ে শুনানি হয়েছিল সর্বোচ্চ আদালতে। সেখানেই শীর্ষ আদালত এই নির্দেশ দেন।