বাম আমলে নিয়োগ দুর্নীতি হয়েছে। সেই সমস্ত কাগজ লোপাট করা হয়েছে। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, ‘ওদের কাগজ নেই। আমাদের কাগজ আছে। তাই ভুল ধরা পড়েছে’। বলেন, ‘একটা ভুল ধরা পড়েছে। আমাদের আমলেই সুবিচার হবে’। দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কারও চাকরি খাইনি। আমি চাকরি দিতে চাই। কিন্তু কেউ কেউ পিআইএল করে তা আটকে দিচ্ছে’। । এই আবহেই শিক্ষক নিয়োগের দিন ৮৯ হাজার নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বলেন, মধ্যপ্রদেশে শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে বাম আমলে দুর্নীতির কথা। তারপরেই বলেন, বাম আমলে স্বাস্থ্য কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় আদালতের রায় ছিল ‘ভুল হলে তা সংশোধন করার’। সেই সংশোধনই করতে চায় বর্তমান রাজ্য সরকার। আরও বলেন, যারা সুবিচার পাননি তাঁরা এই সরকারের সময়েই সুবিচার পাবেন। কেউ বঞ্চিত থাকবেন না। এদিন তিনি এও বলেন, কেউ কেউ সৎ নয় বলে সকলকে খারাপ বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। তিনি বলেন, ভুল শোধরানোর চেষ্টা করছেন কিন্তু সেই সময় তিনি পাচ্ছেন না। নিয়োগ করতে গেলেই পিআইএল ফাইল করে দেওয়া হচ্ছে। পরিসংখ্যান তুলে ধরে জানান, বর্তমান সরকারের সময়ে রাজ্যে ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছে। সেই সঙ্গে তাঁর ঘোষণা, দক্ষতা ভিত্তিক শিক্ষায় শিক্ষিত ৩০ হাজার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে ১৫ দিনের মধ্যে তাঁদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র।