কলকাতা

আগামী বছর উচ্চমাধ্যমিক হোম সেন্টারেই

 আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিজেদের স্কুলেই দিতে পারবে পরীক্ষার্থীরা ৷ শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অফলাইন অর্থাৎ স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ৷ ইতিমধ্য়েই এই সংক্রান্ত নির্দেশিকা সংসদের তরফে রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, পরীক্ষার্থীদের নাম নথিভূক্তির ফর্মও পাঠানো হয়েছে। কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল। তবে পরীক্ষা কোথায় হবে অর্থাৎ পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবে নাকি অন্য স্কুলে তাদের সিট পড়বে, সে বিষয়ে তখন কিছু ঘোষণা করেনি সংসদ ৷ তবে এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, করোনা পরিস্থিতির অবনতি না হলে আগামী বছর উচ্চমাধ্যমিক হবে হোম সেন্টারেই। আগামী বছর ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা ৷ একইসঙ্গে জানানো হয়েছে, এনরোলমেন্ট ফর্মে শতকরা উপস্থিতির হারের জায়গায় পরীক্ষার্থীদের  লিখতে হবে NA অথবা অনলাইন ক্লাস এর ভিত্তিতে পূরণ করতে হবে ওই স্থানটি। মার্চ মাসেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা। এপ্রিলে হবে উচ্চমাধ্যমিক। কিছুদিনের মধ্যেই রয়েছে স্কুল স্তরের টেস্ট পরীক্ষা। শিক্ষকদের একাংশ তাই পড়ুয়াদের পরামর্শ দিচ্ছেন, টেস্ট পরীক্ষাকে যেন হালকাভাবে না নেওয়া হয়। যদি করোনার জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা না নেওয়া যায়, সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার ফলাফল দেখেও মূল্যায়ন করা হতে পারে। জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়ে নিতে হবে স্কুলগুলিকে। সেই পরীক্ষার ফলাফল যত্ন সহকারে রাখতে হবে। বিষয় ভিত্তিক নম্বর তুলে রাখতে হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরবর্তী সময়ে এই নম্বর চাইতে পারে। আজ এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।