জেলা

বেলঘড়িয়া এক্সপ্রসওয়ে থেকে ১১কেজি সোনা উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৪

১১ কেজি সোনা উদ্ধার হল বেলঘড়িয়া এক্সপ্রসওয়ে থেকে। গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ একটি মারুতি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করে। এই চক্রে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর সংলগ্ন ময়লাখলা এলাকায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে টহল দিচ্ছিল কর্তব্যরত পুলিশ। সেই সময় রাস্তায় গাড়িতে তল্লাশি চালানোর সময় এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। একটি মারুতি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাগের মধ্যে থেকে সোনার বাটগুলি উদ্ধার হয়। যার ওজন ১১ কেজি। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৫৫ কোটি টাকা বলে জানা গিয়েছে। বেআইনিভাবে সোনা পাচার করার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম যথাক্রমে, নেতাজি রঞ্জন পাওয়ার, ময়ূর মনোহর পাটিল, গণেশ চৌহান এবং সুরজিৎ মুখোপাধ্যায়।