আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । গত দু’বছর বন্ধ থাকার পর আবার অফলাইনে হতে চলছে উচ্চমাধ্যমিক। তবে পরীক্ষা হবে হোম সেন্টার অর্থাৎ নিজেদের স্কুলেই । তাই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। করোনাকালে অফলাইনে পরীক্ষা বন্ধ থাকলেও এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে স্কুলেই । পড়ুয়ারা নিজেদের স্কুলে বা হোম সেন্টারে বসেই পরীক্ষা দেবে । সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করায় পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিশেষ পর্যবেক্ষকদের ভেনু সুপারভাইজার ও জেলাশাসকের সঙ্গে সংযোগ স্থাপন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । পড়ুয়ারা যাতে কোনওরকম অসাধু উপায়ে পরীক্ষা না দেয় বা কোনওরকম অশান্তি সৃষ্টি না হয় সেই কারণেই বিশেষ পর্যবেক্ষককে শুধুমাত্র পরীক্ষাকক্ষেরই নয়, গোটা পরীক্ষা কেন্দ্রের উপর নজর রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রের ভেতরে শুধুমাত্র বিশেষ পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন । শিক্ষক-শিক্ষিকারা মোবাইল ফোন নিতে পারবেন না । কারও কাছে মোবাইল ফোন থাকলে তা প্রধান শিক্ষক বা ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে । পুলিশ ও বিশেষ পর্যবেক্ষকের উপস্থিতিতেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে প্রশ্নপত্র । পরীক্ষার প্রশ্নপত্র বিশেষ পর্যবেক্ষকের উপস্থিতিতেই খুলতে হবে । এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে চারজন করে পুলিশি প্রহরা থাকতে হবে যাদের মধ্যে থাকবেন মহিলা পুলিশও । পরীক্ষা কেন্দ্রের বাইরেও প্রহরার ব্যবস্থা করতে হবে ৷ এছাড়া পরীক্ষা কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে যাতে কোনও বহিরাগত প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে হবে । পরীক্ষার দিনগুলির জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টা হেল্পলাইন নম্বর ৷ কোনওরকম সমস্যায় এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে ৷ হেল্পলাইন নম্বর-০৩৩ ২৩৩৭০৭৯২,৯৬৭৪৩৪৪৪২২, ৯৪৩৩০৯৪০২১, ৯৮৫১৯০৫৫২৯ ৷