কলকাতা

পাশের হার ১০০ শতাংশ, একাদশে ভর্তি নিয়ে সংশয়, সমস্যা মেটাতে আসন সংখ্যা বাড়ালো শিক্ষা সংসদ

এবছর মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ। ফলাফল প্রকাশের দিন থেকেই আশঙ্কা করা হচ্ছিল, এবার একাদশে ভর্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেই সমস্যার সমাধান করতেই বৃহস্পতিবার একটি নোটিশ জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যেখানে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে করা হল ৪০০।সপ্তাহ খানেক আগে একটি নোটিশ জারি করা হয়েছিল সংসদের তরফে। যেখানে জানানো হয়েছিল, আগামী ২২ জুলাই এর মধ্যেই সমস্ত স্কুলকে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দিতে হবে। করোনা পরিস্থিতিতে এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই দ্রুত ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর আজ ফিরকি নোটিশ জারি করে সংসদ জানাল, একাদশে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ৪০০ করা হল। যদিও সংসদের এই সিদ্ধান্তে আপত্তি রয়েছে অনেক শিক্ষকেরই। শিক্ষকদের একাংশের মতে, এত সংখ্যক পড়ুয়া একসঙ্গে ভর্তি নিলে স্কুল ঘরে বসতে দেওয়ার জায়গা হবে না, ঠিকমতো শিক্ষা দেওয়া তো দূর! তার ওপর পর্যাপ্ত শিক্ষক নেই প্রায় প্রত্যেকটি স্কুলেই।