শিয়ালদহে আগামী চারদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। স্টেশন সম্প্রসারণ ও পরিকাঠামো বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর দু’টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অনেক ট্রেন বাতিল হয়েছে। যাত্রাপথও বদলেছে বেশ কিছু ট্রেনের। তবে কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেবিষয়ে কিছুই জানানো হয়নি। রেল জানিয়েছে, সব মিলিয়ে ৮৮টি ট্রেন বাতিল হয়েছে। আর বহু ট্রেনের যাত্রাপথ শুরু ও শেষ হবে দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্টে। এর ফলে নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ শাখার যাত্রীরা হয়রানির আশঙ্কা করছেন। এই পরিস্থিতিতে বিশেষ বাস পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে ২টি রুটে চলছে মোট ৩০টি বাস। পরিবহণ দফতরের একটা কর্তা জানাচ্ছেন, ব্যারাকপুর স্টেশন থেকে বরানগর মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াত করছে মোট ১৬টি বাস। অন্যদিকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত ১৪টি বাস যাতায়াত করছে। WBTC-র তরফে চালান হচ্ছে এই বাসগুলি। আর যাঁরা ট্রেনে করে দমদম জংশনে পৌঁছচ্ছেন, তাঁরা সেখান থেকেই মেট্রো ধরে নিতে পারছেন। এর ফলে গন্তব্যে পৌঁছনের ক্ষেত্রে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।