লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। তারপর চলতি সপ্তাহের শুরুতে টিকটক সহ ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। ওই ঘটনাকে চিনের বিরুদ্ধে ‘ডিজিটাল স্ট্রাইক’ বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। এদিন পশ্চিমবঙ্গে বিজেপির ভারচুয়াল সমাবেশে তিনি ওই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘এখন আপনারা দু’টি ‘সি’-এর কথা শুনতে পাবেন। করোনাভাইরাস ও চায়না। আমরা মনে করি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হতে পারে। কিন্তু কেউ যদি ভারতের দিকে খারাপ নজর দেয়, আমরা উপযুক্ত জবাব দেব। আমাদের ২০ জন সৈনিক যদি জীবন উত্সর্গ করে থাকেন, চিনের দ্বিগুণ সংখ্যক সেনা মারা গিয়েছে। আপনারা নিশ্চয় লক্ষ করেছেন, চিনারা তাদের পক্ষে হতাহতের সংখ্যা জানাচ্ছে না।’