কলকাতা

আগামী ২ থেকে ৩ দিনে বঙ্গে ঢুকছে বর্ষা! উত্তরবঙ্গে জারি সতর্কতা

রিমল ঘূর্ণি ঝড়ের টানে আগাম বর্ষা দেশে।  সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন সূত্রে খবর, সময়ের একদিন আগেই এবার বর্ষা ঢুকছে কেরালাতে। অর্থাৎ আগামী ৩১ মে কেরালায় ঢুকছে বর্ষা কেরালায়। ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, ইতিমধ্যেই কেরল উপকূলে এসে পৌঁছেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।কেরালায় বর্ষা প্রবেশের কথা আগামী ১ জুন। কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রিমলের কারণে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সময়ের এক দিন আগেই বর্ষা কেরলে প্রবেশ করে গিয়েছে। বৃহস্পতিবার থেকেই মৌসুমি বায়ু একটু একটু করে উত্তর-পূর্বের দিকে অগ্রসর হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রবল বর্ষাতে ভিজছে কেরালা। অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অসমের স্বাভাবিক বর্ষা শুরুর কথা ৫ জুন থেকে। জুনের শেষ নাগাদ বর্ষা পৌঁছানোর কথা দিল্লিতে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহতেই শুরুতেই বর্ষা প্রবেশ করবে বঙ্গে। ফিরে যাবে সেপ্টেম্বরে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর আগে আন্দামানে তিন দিন আগে প্রবেশ করে বর্ষা। ১৯ মে আন্দামানে ঢুকেছিল বর্ষা। ভারতের মৌসম ভবনের অনুমান বাংলাতেও নির্ধারিত সময়ের আগেই ঢুকবে বর্ষা। আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কেরলের সঙ্গে সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অন্যদিকে মৌসুমী বায়ু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশে পুরোপুরি ঢুকে গিয়েছে। এছাড়া ত্রিপুরা, মেঘালয়, অসমের অধিকাংশ জায়গায় পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু।