কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ সন্ধ্যের পর এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪ জুন কেরলে বর্ষা প্রবেশ করছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,আজ এবং আগামীকাল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। পুরুলিয়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান এই তিন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ২৭ মে পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়ার কোন পরিবর্তন নেই ।তবে দক্ষিণবঙ্গে ২৭ মে থেকে আবহাওয়ার পরিবর্তন রয়েছে। ফের রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গ কলকাতা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে।২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গে (দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার) বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে কোচবিহার ,আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে আজকেও সন্ধ্যের পরে ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তিন দিন পর থেকে তাপমাত্রা বাড়বে বলে খবর আবহাওয়া অফিস সূত্রে।