কলকাতা

ভবানীপুরের ১০০ শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং

ভবানীপুরের ১০০ শতাংশ বুথেই হবে ওয়েবকাস্টিং । এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে । পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বুথ ও তার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে । ভোটের দিন যাতে শান্তিপূর্ণ ভাবে সাধারণ মানুষ ভোট দান করতে পারেন তাই ১০০ শতাংশ বুথেই সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন । ভোটের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনের কাজে যে ৫২ কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসেছে ৷ তার মধ্যে ১৫ কোম্পানি ভবানীপুরে থাকবে বলে জানা গিয়েছে । আর বাকি ৩৭ কোম্পানি সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে মোতায়েন থাকবে । তাই এই সেন্ট্রাল ফোর্সকে যাতে যথোপযুক্তভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টিও নিশ্চিত করতে পদক্ষেপ করবে নির্বাচন কমিশন ।