কলকাতা

বিধানসভায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ধ্বনিভোটে পাশ

কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয় পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ধ্বনিভোটে সোমবার পাশ হলো রাজ্য বিধানসভায়। শাসকদলের পক্ষে ভোট পরে মোট ১৮৯টি। অপরদিকে প্রস্তাবের বিরোধিতায় ভোট দেন ৬৪ জন। সোমবার বিরোধী বিধায়করা বিধানসভায় ওয়াকআউট না করে এই প্রথম ভোটাভুটিতে অংশগ্রহণ করেন। সাধারণত বিগত দিনে যতগুলি বিধানসভায় ভোটাভুটি পর্ব হয়েছে তার সবকটিতেই যে যে প্রস্তাব আনা হয়েছে তাতে ধ্বনি ভোটে জিতেছেন রাজ্যের শাসক দল তথা শাসকপক্ষ। বিরোধীরা সেই ভোটাভুটি পড়বে অংশগ্রহণ করতেন না। কেন্দ্রীয় এজেন্সির নিন্দা প্রস্তাব ইস্যুতে শাসকদলের পাশাপাশি বিরোধী বিধায়করা ভোট দিলেন যথারীতি।